নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতিষ্ঠাতা- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে- জয়পুরহাট জেলা বিএনপি এর অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
পরে দলীয় কার্যালয়ের ভেতরে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট সদর থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হেনা কবির , শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান,জেলা মহিলা দলের সভাপতি- রুলি চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক প্রমুখ বক্তব্য রাখেন।