ঢাকা | শনিবার
১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সেনাবাহিনীর হাতে: মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন ও উন্নয়নের অবশিষ্ট কাজ এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী সম্পন্ন করবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চলমান ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্পের বাকি কাজ ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য নতুন প্রকল্প প্রণয়নও সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এটা শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা এবং সরকারের সহযোগিতায় সম্ভব হয়েছে। আশা করি আমার ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগী হওয়ারও আহ্বান জানান।

গত রোববার (১২ জানুয়ারি) শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৪ জন হাসপাতালে ভর্তি হন। পরে সচিবালয়ে অবস্থান নিয়েও তারা দাবি আদায়ে অনড় ছিলেন। সর্বশেষ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনেই শিক্ষার্থীদের আন্দোলন সফল হলো।

সংবাদটি শেয়ার করুন