ঢাকা | শনিবার
১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাট পৌরসভায় গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

জয়পুরহাট পৌরসভা এলাকার শীর্তাত গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ১৩৫৫টি কম্বল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ও দুপুর ১২টায় পৌর কমিউনিটি সেন্টার এবং পৌরসভা কার্যালয় চত্ত্বরে পৃথকভাবে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকতার্ উম্মে রোমান খান জনি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০৫৫ টি ও স্থানীয়ভাবে ৩০০ টি কম্বল বরাদ্দ পাওয়া যায়। জয়পুরহাট পৌরসভার ৯টি ওর্য়াডের শীতার্ত গরীব, অসহায় ও দুস্থদের মধ্যে বরাদ্দ পাওয়া ১৩৫৫ টি কম্বল বিতরণ করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন