ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে চলন্ত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাটে অসতর্কতায় চলন্ত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে সুবর্ণা আক্তার (৩০)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ওই সময় সুবর্ণা আক্তার তার নিজ বাড়ি থেকে অটোভ্যান যোগে জামালগঞ্জ বাজারে যাচ্ছিলেন।

বুধবার জেলার জয়পুরহাট উপজেলার জামালগঞ্জের খেজুরতলা মোড়ের দক্ষিণের এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

দুই সন্তানের জননী নিহত সুবর্ণা আক্তার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ সমত পাড়া ৮নং ওয়ার্ডের সুজাউল ইসলামের মেয়ে।

সংশ্লিষ্ট আক্কেলপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ সুবর্ণা আক্তার নিজ বাড়ি হতে অটোভ্যান যোগে জামালগঞ্জ বাজারে যাওয়ার পথে- খেজুরতলি মোড়ের দক্ষিণ পাশে অসাবধানতা বশত: গলার ওড়না ওই অটোভ্যানের চাকায় পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু ঘটে।

সংবাদটি শেয়ার করুন