ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে সার্কিট হাউস মাঠে ১০দিনব্যাপী বিশেষ তারুণ্য মেলা শুরু

জয়পুরহাটে সার্কিট হাউস মাঠে ১০দিনব্যাপী বিশেষ তারুণ্য মেলা শুরু

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’।- এ স্লোগানে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে- জয়পুরহাটে সার্কিট হাউস মাঠে ১০দিনব্যাপী বিশেষ মেলা শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের আয়োজনে- মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন- ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী।

অতিরিক্ত ডেপুটি কমিশনার বিপুল কুমারের সভাপতিত্বে- উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ।

১০দিনের এ মেলায় বিভিন্ন দপ্তরের মোট ৬০টি ষ্টল স্থান পেয়েছে। মেলা চলাকালে মেলা মঞ্চে আলোচনা সভা, সেমিনার , ট্যালেন্ট হ্যান্ট, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা এবং আগামী ২৩জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন