‘এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার ‘ ।- এ স্লোগানে- জেলা ব্যাপি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে- মঙ্গলবার সকালে শহরের পৌর এলাকার- খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন- বিডি ক্লিনের উদ্যোগে সকালে এ পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে তিনি বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী, ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং উপস্থিত অতিথিদের শপথ বাক্য পাঠ করান ।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.রাশেদ মোবারক জুয়েল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে বিডি ক্লিনের জয়পুরহাট জেলা সমন্বয়ক রাকিবুল হাসানের নেতৃত্বে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের মাঠ সহ বহিরাঙ্গনে পরিছন্নতা অভিযান পরিচালিত হয়।