ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে এফএনবি’র উদ্যোগে কম্বল বিতরণ

জয়পুরহাটে এফএনবি’র উদ্যোগে কম্বল বিতরণ

জয়পুরহাটে বেসরকারী সংগঠন এনজিও ফেডারেশন-এফএনবি’র উদ্যোগে শীতার্ত দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় স্থানীয় স্টেডিয়াম চত্বরে জয়পুরহাট জেলায় কর্মরত ৯টি বেসরকারী সংগঠন ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, টিএমএসএস, এসকেএস, রিক, পদক্ষেপ, এমএসকে ও আউস এর সমন্বিত উদ্যোগে এফএনবি’র সহযোগিতায় দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মহিউদ্দিন জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মকর্তা আরিফুল ইসলাম, আউস প্রতিনিধি শফিকুল ইসলাম, রিক প্রতিনিধি আনোয়ার করিম, এসকেএস প্রতিনিধি রাব্বি হোসেন, আশা প্রতিনিধি বাবুলুর রশিদ, পদক্ষেপ প্রতিনিধি রাশেদ, এমএসকে প্রতিনিধি রায়হান কবির, টিএমএসএস প্রতিনিধি আসাদুজ্জামান, ব্যুরো বাংলাদেশ প্রতিনিধি ইব্রাহিম খলিল ও মালেক হোসেন।

কম্বল বিতরন অনুষ্ঠানে প্রতিবছরের ন্যায় জেলায় কর্মরত বেসরকারী সংস্থার উপকারভোগী দরিদ্র, অসহায় ও ছিন্নমূল ৪ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন