ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।

সোমবার দুপুরে জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায়-শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট এর ১৯টি স্টল স্থান পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন