জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউটররা।
এ বিষয়ে এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, শেখ হাসিনাসহ অন্যান্য যাদের অডিও রেকর্ডগুলো ফ্ল্যাশ হয়ে গেছে, তা প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেছেন।
তিনি জানান, শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সিআইডিসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।