ঢাকা | শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় অনুষ্ঠিত হলো ছাওয়াবের স্বেচ্ছাসেবী সম্মেলন

স্বেচ্ছাসেবায় ব্রত হও, মানব সেবায় এগিয়ে যাও- এমন একটি স্লোগান নিয়ে গড়ে উঠা ছাওয়াব স্বেচ্ছাসেবী সংগঠনের সারা দেশের স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি প্রদান করতে ঢাকায় এক স্বেচ্ছাসেবক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।

ছাওয়াব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে সাথে নিয়ে সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, আকষ্মিক প্রকৃতিক দুর্যোগের স্বীকার ও ক্ষতিগ্রস্থ মানুষদের নিয়ে কাজ করে। আর এসব কার্যক্রম পরিচালনার জন্য সারা দেশব্যাপী সাওয়াবের এক হাজারের অধিক শক্তিশালী সদস্যের একটি টীম রয়েছে। আজ ১১ জানুয়ারি ২০২৫, শনিবার সকাল ৯ টায় রাজধানীর ন্যাশনাল আর্কাইভস অধিদপ্তর, আগারগাঁও, শেরে বাংলা নগর ঢাকা, মিলনায়তনে স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি ও তাদের উৎসাহ প্রদানের জন্য সারা দেশের স্বেচ্ছাসেবক টীমের সদস্যদের এই স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ছাওয়াবের প্রগ্রাম অফিসার জনাব বোরহান উদ্দিনের সঞ্চালনায় ও ছাওয়াবের চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ইকবাল হোসেন। অনুষ্ঠানে তিনি বলেন, “স্বেচ্ছাসেবা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যয়ে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সুযোগ তৈরি করে। সমাজ ও দেশের স্বার্থে স্বেচ্ছাসেবকগণ যেকোনো দুর্যোগ মোকাবেলায় দ্রুত সাড়া দানকারী হিসেবে সজাগ থাকেন। এখানে উপস্থিত স্বেচ্ছাসেবকদের বলতে চাই বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি ও টেকসই মানবিক উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তোমাদের অবদান অনস্বীকার্য। এ সম্মেলন আয়োজন করার জন্য ছাওয়াবকে ধন্যবাদ জানাই”।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, সাবেক ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, “পরোপকারের মনোভাব নিয়ে নিজের জন্য আবশ্যক নয় এমন কাজ করার নামই স্বেচ্ছাসেবা। স্বেচ্ছাসেবক কোনো আর্থিক বা সামাজিক স্বার্থের জন্য কাজ করে না, স্বার্থহীন মানবসেবাই এখানে মূখ্য। একজন বিশ্বাসী স্বেচ্ছাসেবকের আসল লক্ষ্য থাকে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন। পবিত্র কুরআন এবং হাদীসে স্বেচ্ছাসেবিকে ব্যাপক উৎসাহ ও অনুপ্ররেণা দেওয়া হয়েছে। কুরআনে স্বেচ্ছাসেবার গুরুত্ব বুঝাতে এটিকে নিজের জন্যই কল্যাণকর হিসাবে আখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা। এ বিষয়ে পবিত্র কুরআন শরীফে সুরা আল-বাকারার ১৮৪ নং আয়াতে মহান আল্লাহ বর্ণনা করেছেন, “যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর”। স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি ও তাদের উৎসাহ প্রদান অনুষ্ঠান আয়োজনের জন্য ছাওয়াবকে ধন্যবাদ জানাই”।

উক্ত অনুষ্ঠানে ছাওয়াব সভাপতি চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, “ছাওয়াব ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই আর্তমানবতার সেবায় নিয়জিত রয়েছে। অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সরকারের স্থানীয় ও ঊর্ধ্বতন পর্যায়ে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার সুনাম রয়েছে; যা ভবিষ্যতে অব্যহত থাকবে বলে আমি আশা করি। ছাওয়াব সম্মেলনে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই”।

এছাড়া ছাওয়াব সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এম আব্দুল আউয়াল, ব্যবস্থাপনা পরিচালক, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারসা লি: অধ্যাপক আ.ন.ম রশীদ আহমেদ ভাইস প্রেসিডেন্ট, ইসলামিক ডিভিশন; আরিয়ান আরিফ, প্রধান নির্বাহী কর্মকর্তা, অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন। বিশেষ অতিথি ও কোস্পন্সার জনাব নাজমুল হক শ্যামল, মিডিয়া এন্ড প্রেস কো-অর্ডিনেটর এবং জনাব শফিকুল ইসলাম, প্রপাইটর, আর এস পজেটিভ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাওয়াব এর ডিরেক্টর জনাব মোহাম্মদ আফতাবুজ্জামান, জেনারেল ম্যানেজার লোকমান হোসেন তালুকদার এবং ছাওয়াবের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিততে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন