ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এসএমই ঋণও ৯ শতাংশে চায় ঢাকা চেম্বার

ব্যাংকগুলো যাতে ৯ শতাংশ সুদে এসএমই খাতেও ঋণ বিতরণ করে সে ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে ঢাকা চেম্বার। সোমবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ এই দাবি জানান।

তিনি বলেন বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে এসএমই খাতের ভূনিকা অনেক। কিন্তু ঝুঁকি বেশি হওয়ায় ব্যাংকাররা এই খাতে ৯ শতাংশ সুদে ঋণ দিতে চাচ্ছে না। এসময় তিনি আরও বলেন আমাদের দেশের এসএমই খাতের একটা বড় সমস্যা হচ্ছে স্বল্প সুদে ঋণ না পাওয়া। ৯ শতাংশ সুদে ছোট-মাঝারি উদ্যোক্তারা ঋণ পেলে বাংলাদেশ আরও দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হবে।

সভাপতি বলেন, এসএমই খাত বাংলাদেশের জিডিপিতে ২৩ থেকে ২৫ শতাংশ অবদান রাখছে। এই অবদান আরও বাড়াতে  হবে। তাতে অর্থনীতি আরও উন্নত হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন