ঢাকা | বুধবার
৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনময় নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বণ্যার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা, প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, পৌর বিএনপির সভাপতি মাহাবুব উর রহমান, সাধারণ সম্পাদক পিপি এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আজম, ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম নিশান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস জীবন, সরকারী কলেজ শাখার সদস্য সচীব পায়েলুজ্জামান রক্সিসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা।

এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস জীবনের নেতৃত্বে একটি বড় মিছিল দলীয় কার্যালয়ে এসে মূলদলের সাথে অংশগ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন