ঢাকা | রবিবার
৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষেবর্ণাঢ্য র‍্যালি

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে- জয়পুরহাটে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি(শোভাযাত্রা)অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের উদ্যোগে- শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর নেতৃত্বে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় অন্যান্যের মধ্যে-অতিরিক্ত ডেপুটি কমিশনার (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি)তৃপ্তি কণা মন্ডল, সিভিল সার্জন ডা: রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক -সামাজিক , সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জয়পুরহাটে ৫১ দিনব্যাপী আয়োজিত- তারুণ্যের উৎসবে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাড়ি সহ দেশীয় সকল খেলাধূলা, চিত্রাঙ্কন, বিতর্ক, কুইজ ও সংগীত ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা এবং বই,চারু ও কারুশিল্প মেলা, নাটক, সেমিনার ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন