ঢাকা | শনিবার
৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জবি শিক্ষার্থীদের বাসে হামলা, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী উল্কা বাসে হামলা করলে বাসের ড্রাইভার, হেল্পার ও সাধারণ শিক্ষার্থীসহ মোট ৯ জন আহত হয়। এর ফলে একতা পরিবহনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। রবিবার (২৯ ডিসেম্বর) দুই পক্ষের দীর্ঘ আলোচনায় এই জরিমানা ধার্য হয় বলে জানা যায়।

ঢাকা জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, আমাদের একটি বাসের সাথে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ঝামেলা হয় ৷ বিষয়টি আমি নিজে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে উপস্থিত থেকে সমাধান করে আসছি ৷ আশা করছি ছাত্র ভাইরা বিষয়টি নিয়ে আর বাড়বে না ৷


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ড্রাইভারের চিকিৎসা বাবদ এক লাখ টাকা, হেলপারের চিকিৎসা বাবদ ত্রিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা জরিমানা ধরা হয়েছে। পরবর্তীতে চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয় হলে সেটাও তারা বহন করবে। এ ছাড়াও বাস মেরামত বাবদ পরিবহন প্রশাসককে নগদ বারো হাজার ৯০০ টাকা প্রদান করে।


উল্লেখ্য যে জবির উল্কা বাস মহাখালী ইউটার্ণ এলাকায় আসলে একতা বাস একই জায়গায় দাঁড়িয়ে পুরো রাস্তা ব্লক করে রেখেছিল। হর্ন দিলেও বাস সাইড দিচ্ছিল না। যার ফলে সামনে এগোতে পারছিল না জবির বাসও। এ ঘটনায় জবির উল্কা-৪ বাস চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয় একতা বাসের চালকের সঙ্গে। একপর্যায়ে মহাখালী বাস টার্মিনালের প্রায় পঞ্চাশজন বাসচালক ও ড্রাইভার মিলে ইট-পাটকেল ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায় জবির শিক্ষার্থী ও বাসের ওপর।

আনন্দবাজার আরবি

সংবাদটি শেয়ার করুন