ঢাকা | বুধবার
১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশালে আহলে হাদিস ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশাল উপজেলার ১২ নম্বর আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম পুরাতন কাশিগঞ্জপাড়া জামে মসজিদে ইসলামী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর থেকে মসজিদ প্রাঙ্গণে মধ্যরাত ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গুজিয়াম পুরাতন কাশিগঞ্জপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও খতিব শায়েখ মোঃ শফিকুর রহমান বিন আঃ গফুরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়েখ ড. মোঃ মুসলেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে দ্বীন ইসলাম সম্পর্কে বয়ান রাখেন ভালুকা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়েখ আব্দুল কাশেম নূরী, ঢাকার মাদারটেক আহলে হাদিস জামে মসজিদের খতিব শায়েখ মোঃ আমান উল্লাহ বিন ইসমাইল মাদানী, এছাড়াও আরও বয়ান রাখেন বাইতুল আমান জামে মসজিদের খতিব শায়েখ মোঃ সারোয়ার হোসেন ফকির সহ আরো অনেকে।

এসব কাজ বাস্তবায়নে এলাকার মুসল্লিদের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল হক খান ও সাধারণ সম্পাদক শাহজাহান মেম্বার এবং অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ইসলামী সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

আনন্দবাজার আরবি

সংবাদটি শেয়ার করুন