ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা সমস্যার সমাধানে পাশে থাকবে জাপান

বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে সকল প্রকার সহায়তা দিতে প্রস্তুত জাপান। গত সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সাথে এক সাক্ষাতে তিনি এই কথা বলেন।

সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা সমস্যায় আমরা একটি টেকসই সমাধান চাই এবং এ বিষয়ে আমরা বাংলাদেশকে সকল প্রকার সহায়তা দিতে প্রস্তুত আছি।

এই ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের রোহিঙ্গাদের ব্যাপক উপস্থিতি স্থানীয় জনগণের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের জনগণের দীর্ঘ সময়ের উপস্থিতির কারণে এখানে সমাজবিরোধী কর্মকাণ্ডের সৃষ্টি হতে পারে বলেও ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় স্বাধীনতার পর থেকে  জাপানের সহযোগিতার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনকালে তিনি জাপানের সমর্থনের কথা স্মরণ করেন।

আরও পড়ুনঃ সরকারি তহবিলের অর্ধেক রাখতে হবে বাণিজ্যিক ব্যাংকে

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র লক্ষ্যই ছিল দেশ স্বাধীন করা এবং সাধারণ জনগণের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা।  ২০২২ সালে জাপান এবং বাংলাদেশ তাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে।

জাপানের সহায়তায় বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন মেগা প্রকল্পের উল্লেখ করে জাপানের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ জাপানের সব থেকে দীর্ঘ এবং বৃহৎ উন্নয়ন সহযোগী। আমরা আশা করি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সহযোগিতার মাত্রা আরও বৃদ্ধি পাবে।

আনন্দবাজার/এইচএসকে 

 

 

সংবাদটি শেয়ার করুন