ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ও ড্রেজার ধ্বংস

জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর ঘাট এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী পাড়ের মাটি কেটে নিয়ে যাওয়ার অপরাধে রাসেল নামে এক বালু উত্তোলনকারীর ৫০হাজার টাকা জরিমানা আদায় ও রেজা নামে অপর বালু উত্তোলনকারীর একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। তবে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজারের মালিক রেজা পালিয়ে যাওয়া তাকে আটক আটক করা সম্ভব হয়নি।

শনিবার দুপুরে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আকস্মিক হরিপুর নদীর ঘাটে উপস্থিত হয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ অনুযায়ী নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীর এ আর্থিক জরিমানা আদায়, বালু উত্তোলন ও নদী পাড়ের মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার ধ্বংস করেন। ওই সময় ড্রেজারটির মালিক অবৈধ বালু ব্যবসায়ী রেজা ও তার লোকজনেরা সেখান থেকে পালিয়ে যায়।

গ্রামবাসীরা উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান আদালতের নিকট অভিযোগ করেন যে, পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা রেজা, হুমায়ূন ও আসলাম নামে ৩ব্যক্তি সরকারি অনুমতি ছাড়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে যাওয়ায় নদীর তীরবর্তী কৃষকদের জমির মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে ।

এ বিষয়ে ইউএনও রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান তদন্ত সাপেক্ষে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে এবং ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন