ঢাকা | বুধবার
১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জবি পাবর্ত্য ছাত্র সংসদের নেতৃত্বে নাবিল-জহিরুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাবর্ত্য ছাত্র সংসদের নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ সেশনের মোহাম্মদ নাবিল সাদিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের মোঃ জহিরুল ইসলাম।

রবিবার (১৫ ডিসেম্বর) পাবর্ত্য ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

পাবর্ত্য তিন জেলা রাঙ্গামাটি,খাগড়াছড়ি,বান্দরবান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন-

সহ-সভাপতি আইন বিভাগের ২০১৯-২০ সেশনের নাবিলা ইজমা এবং একই বিভাগের ২০১৯-২০ সেশনের মাইন উদ্দিন কে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও আইন বিভাগের ২০২০-২১ সেশনের বিজয়া মজুমদার কে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নয় সদস্য বিশিষ্ট এই কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের এফ এইচ ফাহিম, দপ্তর সম্পাদক দর্শন বিভাগের ২০২২-২৩ সেশনের ফারুক হোসেন জিসান, প্রচার- প্রকাশনা ও মিড়িয়া বিষয়ক সম্পাদক ইতিহাস বিভাগের ২০২২-২৩ সেশনের নাদিম, এসডিজি ও স্কিল ডেভলপমেন্ট বিষয়ক সম্পাদক থিয়েটার বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মহিউদ্দিন বন্ধু।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পার্বত্য ছাত্র সংসদের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাবিল সাদিক বলেন, “আমরা পার্বত্য ছাত্র সংসদ পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া সকল ধর্ম-বর্ণের শিক্ষার্থীদের উন্নয়নের মাধ্যমে একটি আলোকিত পাহাড় গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। আমি সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমি বিশ্বাস করি, নির্দিষ্ট অঞ্চলের ভিত্তিতে কোনো বৈষম্য না করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমানভাবে যত্নবান হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে তাদের শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে সর্বোচ্চ সহায়তা প্রদানের জন্য আমি ও আমার টিম সর্বদা প্রস্তুত।”

নবনির্বাচিত কমিটি সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম বলেন,” আমরা পাবর্ত্য অঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার তুলনামূলক ভাবে অনেক বেশি পিছিয়ে আছি। আমাদের পাবর্ত্য ছাত্র সংসদ পাহাড়ে উচ্চ শিক্ষার প্রসার সহ পাহাড়ের শিক্ষার উন্নয়নে কাজ কারছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাবর্ত্য ছাত্র সংসদ পাহাড়ের পাহাড়ের শিক্ষা সচেতনতা ও উচ্চ শিক্ষা প্রসারে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাবর্ত্য অঞ্চলের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ”।

উল্লেখ্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে উচ্চশিক্ষায় পড়তে আসা শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের উন্নয়নসহ সামগ্রিক কল্যাণে কাজ করে। এছাড়াও সামাজিক সহযোগিতামূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার জন্য সুপারিচিত একটি ছাত্র সংগঠন।

সংবাদটি শেয়ার করুন