ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্মৃতিসৌধে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপরই মাননীয় প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান বিজয় দিবসে জাতির প্রতি বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন