ঢাকা | বুধবার
১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ববি ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদলের আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল চারটা থেকে রাত ৯ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাশে কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে চিত্রপ্রদর্শনী করা হয়।

প্রদর্শনীতে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকান্ডের বিভিন্ন ছবি ও পেপার কাটিং প্রদর্শন করা হয়। বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, আবুল খায়ের, জ্যোতির্ময় গুহঠাকুরতা, সিরাজুল হক খান, এ এন এম ফাইজুল মাহী সহ অনেকের ছবি সেখানে প্রদর্শন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী যেভাবে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল, ২০২৪ সালে এসে শেখ হাসিনা এদেশের মেধাবী শিক্ষার্থীদেরকে মেরে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল । ৭১ সালে পাকিস্তানিদের মতো ২৪-এ আওয়ামী সরকার পরাজিত হয়েছে। আমাদের এই চিত্র প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে জানানো যে আমাদের পূর্ব পুরুষেরা দেশের জন্য কী অবদান রেখে গেছেন এবং কীভাবে তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা অর্জন করেছি।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য আরিফ হোসেইন শান্ত বলেন, ‘‘পাকিস্তানি হানাদার বাহিনী মনে করেছিল এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করলে আমাদের দমিয়ে রাখতে পারবে। কিন্তু দুইদিন পর আমরা ঠিকই বিজয় অর্জন করেছিলাম। সবাইকে সঠিক ইতিহাস জানানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিগত ১৭ বছর শেখ হাসিনা সরকার সবার সামনে মিথ্যা ইতিহাস তুলে ধরেছিল। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা সঠিক ইতিহাস চর্চার প্রয়াশ করেছি।’

আনন্দবাজার আরবি

সংবাদটি শেয়ার করুন