ঢাকা | বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল

ভারতে সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে- জয়পুরহাটে মশাল মিছিল করেছে ছাত্র জনতা।

মঙ্গলবার সন্ধ্যায় (বাদ মাগরিব) ‘জয়পুরহাটের সর্বস্তরের জনগণ ‘ এর ব্যানারে শহরের শহিদ ডা.আবুল কাশেম ময়দান থেকে বিভিন্ন স্লোগান সহ একটি মশাল মিছিল বের করা হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতার মশাল মিছিলটি শহরের বাটার মোড় এলাকা ঘুরে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ মার্কেট চত্বরের জিরো পয়েন্ট এলাকায় এসে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক (ছাত্র প্রতিনিধি) হাসিবুল হক সানজেদ, রিসালাত হোসেন ,কেএম সাজিন,নিয়ামুর রহমান, শাহারাফ ইসলাম ইমন এবং ক্ষেতলাল উপজেলা ছাত্রদল সভাপতি দেওয়ান হাসান, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের নেতা মোস্তাফিজুর রহমান ও জেলা ছাত্র শিবিরের নেতা আবুল বাশার।

সংবাদটি শেয়ার করুন