সম্প্রতি এসএমএস ব্যবসায় চালু হয়েছে নতুন নিয়ম। কেউ চাইলেই এখন ব্যবসার উদ্দেশ্যে এক সাথে অনেক গুলো এসএমএস পাঠাতে পারবে না। কেউ এসএমএস পাঠাতে চাইলে তাকে আগে থেকে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিয়ম চালু করা হয়েছে।
নির্বাচনের সময়েই চালু হল এই নিয়ম,ঠিক যখনই বাল্ক এসএমএস আদান-প্রদানের সুযোগ এসেছে এ বিষয়ক সেবাদাতাদের সামনে। তবে এই কারণে নির্বাচনের এই সময়টাতে বাড়তি ব্যবসার সুযোগ কমে যাবে বলে ধারণা কছে সবাই। গত ১৫ জানুয়ারি থেকে এই নিয়মটি কার্যকর করেছে বিটিআরসি। তবে এ নিয়ম না মানলে অপারেটরদেরকে দায়ি করে ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশনায় জানানো হয়।
আরও পরুনঃ ধানের ন্যায্য দাম মিলছে না নাটোরে
তবে এই ব্যাপারে অপারেটরগুলো এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, এই সিদ্ধান্তটি এক ধরনের চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা বলছেন-কেউ তাদের কাছ থেকে একটি সিম কিনে সেটা দিয়ে অপরাধমূলক কোনো কাজ করলে, সে জন্য অপারেটর দায়ি হতে পারে না। একইভাবে তাদের সেবা ব্যবহার করে কেউ অন্যায় কিছু করলে বা নিয়ম প্রতিপালন না করলে সেটির দায় অপারেটরের ওপর চাপানো ঠিক নয়।
আনন্দবাজার/এইচ.এস.কে