চলমান সংকট নিরসনে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, এখন ঐক্যের কোন বিকল্প নেই। দেশে যাতে বিভাজনের সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে ড. ইউনূসের প্রতি আহবান জানিয়েছে বিএনপি।
বিগত সময়ের সকল নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে হবে।
তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।