ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে কামাল হত্যা মামলায় ৮জনের যাবজ্জীবন

জয়পুরহাটে কামাল হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জয়পুরহাটের সদর উপজেলার তেঘর রেলগেট এলাকার মৃত তছির উদ্দীনের ছেলে সুজাউল ওরফে সেজাউল, পার্শ্ববর্তী মুজিব নগর এলাকার মৃত ময়নুদ্দিনের ছেলে রুবেল, পলি কাদোয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে লম্বা বাবু, জয়পুরহাট পৌর এলাকার পূর্ব দেবীপুর মহল্লার মৃত জোব্বার মন্ডলের ছেলে জিয়া, নতুনহাট সংলগ্ন দেওয়ান পাড়া মহল্লার হাসানের ছেলে মিজানুর রহমান ওরফে পিচ্চি জুয়েল, গৌরীপাড়ার শাহজাহান আলী মিস্ত্রীর ছেলে ফরিদুল ইসলাম কানা সবুজ, ওবাইদুল ইসলামের ছেলে রানা আহম্মেদ ও ইসলাম নগরের জালাল উদ্দিনের ছেলে মিঠুন।

এদের মধ্যে সেজাউল, জিয়া, পিচ্চি জুয়েল ও কানা সবুজ (৪জন) পলাতক রয়েছেন।

এ মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের সদর উপজেলার পূর্ব দেবীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে কামালের সাথে সেজাউলের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আসামীরা তাকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী, গত ২০১৫ সালের ৩অক্টোবর রাতে কামালকে মোবাইল ফোনে তার বাড়ি থেকে নিকটবর্তী তেঘর রেললাইন সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামীরা। পরের দিন (৪অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় পরদিন ৪অক্টোবর নিহতের মা মোছাঃ বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে  বিজ্ঞ আদালত  মঙ্গলবার  দুপুরে এ রায় দেন।

সংবাদটি শেয়ার করুন