শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বসবাসের ক্ষেত্রে ভারত থেকেও বেশি নিরাপদ বাংলাদেশ

ব্রিটিশ ম্যাগাজিন দ্য স্পেকটেটর ইনডেক্স ২০১৯ সালে বিশ্বে বসবাসের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক ২০টি দেশের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বাংলাদেশের নাম  না থাকলেও প্রতিবেশী দেশ ভারত এর নাম রয়েছে ৫ নম্বরে।

সেই তালিকা অনুযায়ী ভারতের চেয়ে বসবাসের ক্ষেত্রে অনেক বেশি নিরাপদ বাংলাদেশ। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নামও রয়েছে বিদায়ী বছরের বসবাসের জন্য বিপজ্জনক ২০টি দেশের তালিকায়।

দ্য স্পেকটেটর ইনডেক্স জানিয়েছে, ২০১৯ সালে বসবাসের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর হিসাবে ৫ নম্বরে নাম রয়েছে ভারতের৷ এই তালিকার প্রথম ৪টি দেশ হলো- ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আর্জেন্টিনা৷

 বসবাসের জন্য বিপজ্জনক দেশের তালিকা-

১.ব্রাজিল, ২.দক্ষিণ আফ্রিকা, ৩.নাইজেরিয়া, ৪.আর্জেন্টিনা, ৫.ভারত, ৬.পেরু, ৭.কেনিয়া, ৮.ইউক্রেন, ৯.তুরস্ক, ১০.কলম্বিয়া, ১১.মেক্সিকো, ১২.ইউকে, ১৩.মিশর, ১৪.ফিলিপাইন, ১৫.ইতালি, ১৬.মার্কিন যুক্তরাস্ট্র, ১৭.ইন্দোনেশিয়া, ১৮.গ্রীস, ১৯.কুয়েত, ২০.থাইল্যান্ড।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  গাজীপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রীর স্ত্রীর দাফন সম্পন্ন

সংবাদটি শেয়ার করুন