ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি এই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

পদত্যাগ করা তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি একেএম জহিরুল হক।

আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ এর সচিব আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক ১. বিচারপতি সালমা মাসুদ চেীধুরী, ২. বিচারপতি কাজী রেজা-উল-হক, ৩. বিচারপতি এ. কে. এম. জহিরুল হক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান- এর ৯৬(৪) অনুচ্ছেদমতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত স্বীয় পদত্যাগ করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি এ তিন বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন