ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাদ্রাসাছাত্র হাসান হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদ্রাসাছাত্র হাসান হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর আখিয়াপুকুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে শামীম, আব্দুল খালেকের ছেলে একরামুল হক ও বিনধারা গ্রামের ফারুক চৌধুরীর ছেলে মাখন চৌধুরী।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার পবাহার গ্রামের আবু বক্করের ছেলে হাসান বগুড়ায় মেসে থেকে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। একটি মোবাইল ফোন কে কেন্দ্র করে আসামীদের সাথে তার বিরোধ চলছিল। ঈদে সে বাড়িতে আসলে এর জেরে ২০১১ সালের ৯নভেম্বর আসামীরা তাকে মারধরের চেষ্টা করলে হাসান পালিয়ে প্রাণ বাচান। পরে ওই রাতের কোন এক সময় আসামীরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। পরের দিন সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের বোন মুনিরা বেগম বাদী হয়ে ২০১২ সালের ৮ জানুয়ারি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

সংবাদটি শেয়ার করুন