ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ / উপদেষ্টা পরিষদে আওয়ামী পুনর্বাসন মেনে নেওয়া হবে না

ছাত্র-জনতার মতামত না নিয়ে আওয়ামী ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে এমন কাউকে উপদেষ্টা পরিষদে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

জুলাই-আগস্টে যে ছাত্র-জনতা জীবন দিয়েছে, আহত হয়েছে তাদের চাওয়া বা আন্দোলনের চেতনার পরিপন্থি ব্যক্তিদের আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই বলে জানান তিনি। 

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে থেকে তিনি এসব কথা বলেন। 

ছাত্র-জনতার সঙ্গে মশকরা হচ্ছে উল্লেখ করে হাসনাত বলেন, ধানমন্ডির ৩২-কে যারা কাবা মনে করে তাদের উপদেষ্টা করা হয়েছে। কার মদতে, প্রশ্রয়ে আওয়ামী পুনর্বাসনের এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা তা জানতে চাই। 

ফ্যাসিবাদের দোসর’দের, ‘২৪ পরবর্তী বাংলাদেশে কোনো ফরম্যাটেই তাদের দেখতে চাই না উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দিচ্ছেন গত ১৬ বছরে তারা কী করেছেন তার ইতিহাস আমরা জানতে চাই। আমাদের হারাবার কিছু নাই। ৫ আগস্টের পর আমাদের বোনাস লাইফ।

প্রসঙ্গত, হাসনাত আব্দুল্লাহ এর আগে আজ ফেসবুক পোস্টে লেখেন, ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজকে ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাকে। অন্যদিকে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবিতে পরপর দুইটি প্রোগ্রাম হওয়ায় আমরা সকলে মিলে বিকেল চারটায় একসাথে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি। বিকেল তিনটার পরিবর্তে বিকেল চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন