ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

জয়পুরহাটে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে জয়পুরহাট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সদর উপজেলা মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর।

সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল ইমরান, সহকারী পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্মেন্ট মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ৪০জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন। আগামী ১০ডিসেম্বর এ প্রশিক্ষণ শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন