ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গভবনে শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরো তিন উপদেষ্টা। তাঁরা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নতুন এই উপদেষ্টারা শপথ নেন।

শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও পেশার আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দরবার হলে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরআন তেলাওয়াতের পর তিন উপদেষ্টাকে প্রথমে উপদেষ্টা পদের শপথ এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

পরে উপদেষ্টা পদ এবং গোপনীয়তার শপথে সই করেন নতুন তিন উপদেষ্টা। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় ১০ মিনিটের শপথ অনুষ্ঠান। শপথের আগে দরবার হলে প্রবেশ করে সামনের সারিতে বসেছিলেন শেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মো. মাহফুজ আলম।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।

আওয়ামী লীগ সরকার পতনের তিনদিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ উপদেষ্টা দায়িত্ব নেন। পরে দুই দফায় আরও তিন উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

সরকার গঠনের নয় দিনের মাথায় ১৭ আগস্ট উপদেষ্টা পরিষদের আকার বাড়ান প্রধান উপদেষ্টা। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ ২১ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

উপদেষ্টা পরিষদের আকার বাড়ার বিষয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কারা কারা সরকারে যোগ হচ্ছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নতুন তিনজন যুক্ত হওয়ায় এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়াল ২৪ জনে

আনন্দবাজার/এমকে

সংবাদটি শেয়ার করুন