ঢাকা | শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বঙ্গভবনে

নানা অভিযোগ ওঠা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে গত ১৬ অক্টোবর চায়ের দাওয়াত দিয়ে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ওইদিনই আরও বিচারপতিকে ছুটিতে পাঠানোর দাবি তুলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

এর আগে ২০১৯ সালের আগস্টে হাইকোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে রায় উল্টে দেয়ার অভিযোগ উঠেছিল। সেসময় অনিয়মের অভিযোগ ওঠে আরও একজনের বিরুদ্ধেও। মোট সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৫ জনে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র জানায়, ষোড়শ সংশোধনীর রায়ের পর এরই মধ্যে দুই দফায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক করেছেন প্রধান বিচারপতি। অনিয়ম দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকা কাউন্সিল থেকে তিন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, এ কে এম জহুরুল হক ও কাজী রেজাউল হকের বিরুদ্ধে অভিযোগ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির মো. শাহাবুদ্দিনের কাছে।

রাষ্ট্রপতি অনুমোদন দিলে এই তিন বিচারপতির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এদিকে ১২ বিচারপতির বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই বাছাই চলছে।

প্রাথমিকভাবে অভিযোগের পক্ষে কোনো কিছু পেলেই তা পাঠাবে রাষ্ট্রপতির কাছে। প্রসঙ্গত, ষোড়শ সংশোধনীর কারণে বিচারপতিদের দুর্নীতি নিষ্পত্তিতে গতি ছিলো না এতদিন।

আনন্দবাজার আরবি

সংবাদটি শেয়ার করুন