ঢাকা | শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

দেশের অন্যান্য স্থানের ন্যায় নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় জয়পুরহাট শহর বিএনপি ও সকাল ৯টায় জেলা বিএনপি’র উদ্যোগে পৃথক পৃথক ভাবে নিজ নিজ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

এদিন বেলা ১০ ঘটিকায় জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান,সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, সাংগঠনিক ফারিকুল ইসলাম সুলভ এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, মহিলা দলের সভাপতি পারভিন বানু চৌধুরী,সহ সভাপতি রেখা, সিনিয়র সহ-সভাপতি মৌসুমী প্রধান সাধারণ সম্পাদক জাহেদ কামাল, সাংগঠনিক সম্পাদক বনি রাব্বানী প্রমুখ। আলোচনা শেষে জেলা বিএনপির উদ্যোগে একটি বনঢ্য রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।

অপর দিকে জয়পুরহাট শহর বিএনপি আয়োজিত পৃথক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, মহিলা দলনেত্রী নূরজাহান বেগম হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিকেলে জেলা যুবদলের উদ্যোগে জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র’র সভাপতিত্বে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব মোঃ মোক্তাদুল হক আদনান যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম হারুন অর রশিদ তৈফিক এলাহী সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন