জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মোঃ নিসতার জাহান কবীরকে নিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১১(১০) এর ধারা মতে উপাচার্যের ক্ষমতাবলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ্ মো: নিসতার জাহান কবীর-কে সিন্ডিকেট রিপোর্ট সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। অফিস আদেশ অনুযায়ী তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির এরআগে জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে এমফিল সম্পন্ন করেন তিনি। এছাড়া দেশি বিদেশি বিভিন্ন জার্নালে তার লেখা শতাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
আনন্দবাজার আরবি