ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দাওয়াত না দিয়ে বাড়ির সামনে বিয়ের গেট করায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০

বিয়েতে দাওয়াত না দিয়ে বাড়ির সামনে গেট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সদর উপজেলার বজরুকশ্রীকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে- আকিদুল ইসলাম, রনি, ইমাম, রাসেল, সান, জিহাদ, রাজ্জাক, ইলিয়াস, তারিকুল, মফিজ, আকামতসহ অন্তত ১০ জন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (০৪ নভেম্বর) বুজরুক শ্রীকুণ্ডি গ্রামের ইনসার মোল্যার মেয়ের বিয়ের জন্য গেট করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মঙ্গলবার সকালে কনের পক্ষ ও রাজ্জাক মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ হন আহত হন। সংঘর্ষের পরে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজার/ আরবি

সংবাদটি শেয়ার করুন