গতবছরের তুলনায় এবছরে হজযাত্রীদের বিমান ভাড়া বাড়ানো হয়েছে ১২ হাজার টাকা। এ বছর হজে যাত্রী মুসল্লিদের বিমানভাড়া বাবদ গুণতে হবে ১ লখ ৪০ হাজার টাকা যা গতবছর ছিল ১ লক্ষ ২৮ হাজার।
আজ (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিতে এক সভায় তথ্য জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মো. মহিবুল হক।
এ প্রসঙ্গে বেসামরিক ও বিমান পরিবহন সচিব মো. মহিবুল হক আরো জানান, “সব পক্ষের সঙ্গে আলোচনা এবং বাস্তবতা মেনে এবার বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।”
সভায় আরও বলা হয়েছে, দুই-একদিনের মধ্য সৌদি আরব থেকে বাসা ভাড়াসহ আনুষঙ্গিক ব্যয়ের একটি তালিকা আসবে। সে অনুযায়ী এ সপ্তাহের মধ্যেই ২০২০ সালে হাজীদের জন্য নতুন তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে।
আনন্দবাজার/তাঅ