ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জাবি ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখা উপাচার্য বরাবর  স্মারকলিপি প্রদান  করেছেন।

সোমবার (০৪ নভেম্বর) সকাল ১১.০ ঘটিকায় জাবি ছাত্রদলের সংগঠক জাকিরুল ইসলামের নেতৃত্বে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের  নতুন রেজিস্ট্রার ভবনের উপচার্যের অফিস কক্ষে উপস্থিত হয়ে স্মারকলিপিটি প্রদান করেন।

জাকিরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুকির আশংকা জানিয়ে বলা হয়, ‘দেশের বিভিন্ন স্থানের মতো আমাদের প্রিয় ক্যাম্পাসেও ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে, এবং আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

এ ছাড়াও স্মারকলিপিতে উল্লেখিত প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে

১) ক্যাম্পাসের সকল স্থানে নিয়মিত মশা নিধন ও ফগিং কার্যক্রম চালানো।
২) সচেতনতা বৃদ্ধিতে পোস্টার, ফ্লায়ার ও সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের ডেঙ্গু সম্পর্কে জানানো।
৩) ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও নির্দিষ্ট স্থানে আবর্জনা নিষ্কাশন নিশ্চিত করা।
৪) ক্যাম্পাসের জলাশয় নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা।
৫) স্বাস্থ্যকেন্দ্রকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা।
৬) শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, ক্লাব ও সংগঠনের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালানো।

স্মারকলিপি প্রদানের সময় জাবি উপাচার্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের সম্মতি জানিয়ে বলেন, তোমাদের এই আহ্বান আমলে নিয়ে প্রশাসন দ্রুত ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে। আমরা সবাই মিলে ক্যাম্পাসকে মশামুক্ত রাখার জন্য সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধ করে শিক্ষার্থীদের নিরাপদ অবাস্থল নিশ্চিতকরণে যাবতীয় উদ্যোগ ইতিমধ্যে হাতে নিয়েছে প্রশাসন।

এসময় মাস্টার্স শিক্ষার্থী ই.এম.মাহমুদ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় জাতি ও জনমানুষের জন্য কাজ করতে দায়বদ্ধ। শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের প্রয়োজনে ঐতিহাসিকভাবে পাশে ছিলো ছাত্রদল। ডেঙ্গু প্রকোপে জাবির এই উদ্ভূত পরিস্থিতিতেও নিজস্ব দায়বদ্ধতা থেকে ছাত্রদল শিক্ষার্থীদের পাশে দাড়াতে কার্যক্রম হাতে নিয়েছে, যাতে করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার পরিবেশ বজায় থাকে।

এসময় উপস্থিত ছিলেন জাকিরুল ইসলাম-৪৬, ই.এম.মাহমুদ -৪৬,শাহান ভূঈয়া -৪৬,শামসুজ্জামান সায়েম-৪৬, আদনান করিম-৪৬, বাক্কি-৪৬, সাদিকুর রহমান-৪৭,জাহিদ হাসান-৪৭,একরামুল হক-৪৭,এসএম আমিনুল ইসলাম-৪৭,জহিরুল ইসলাম অয়ন-৪৭,মজনু মাহমুদ-৪৮,শামিম-৪৯, মাসুদ-৪৮, তপু-৪৯,আবিদুর রহমান-৫২।

সংবাদটি শেয়ার করুন