ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলহত্যা দিবসে চার নেতাকে স্মরণ

জেল হত্যা দিবসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ( পুরাতন) মূল ফটকের সামনে মধ্যরাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জাতীয় চার নেতাকে স্মরণ করেন।
তবে ভোরে বনানীতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে পুলিশের বাধার মুখে ফিরে আসেন তারা।

মোমবাতি প্রজ্বলনে অংশ নেয়া আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, “মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ( পুরাতন) মূল ফটকের সামনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে স্মরণ করি।

তিনি বলেন, “ভোরবেলায় বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি জানাতে  গেলে পুলিশ ও অবৈধ ইউনুস সরকারের লাঠিয়াল বাহিনীদের বাঁধায় কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে ব্যর্থ হই। পুলিশ দুটো গেইট বন্ধ করে পাহারা দিচ্ছে,সঙ্গে অবৈধ ইউনুস সরকারের পেটোয়া বাহিনী। দীর্ঘ সময় চেষ্টা করেও আওয়ামী লীগের কেউ  জাতীয় নেতাদের কবরস্থানে প্রবেশ করতে পারেনি।”

এসময় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক উপ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক কপিল হালদার সজল, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম.এম. নাজমুল হাসান, সাবেক সহ-সভাপতি হাসান আহম্মেদ খান, যুবনেতা জহির তালুকদার প্রমুখ। 

বনানী কবরস্থানে শ্রদ্ধা জ্ঞাপন করতে না পেরে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়েও ফিরতে হয়েছে বলে জানান আনোয়ার হোছাইন।

সংবাদটি শেয়ার করুন