ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পার্টি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দলটির নেতাকর্মী বা অন্য কাউকে সেখানে ভিড়তে দেওয়া হচ্ছে না।

শনিবার (২ নভেম্বর) দুপুরে সরেজমিন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিতে দেখা গেছে। উৎসুক লোকজন সেখানে ভিড় জমানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে।

এ বিষয়ে শনিবার (২ নভেম্বর) দুপুরে ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনও ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এছাড়া আজ শনিবার সেখানে পূর্ব নির্ধারিত সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে দুই পক্ষই কর্মসূচি স্থগিত করেছে শুনেছি। যেহেতু এসব এলাকায় যেকোনও ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে, এরপরও কেউ যদি সেখানে কোনও কর্মসূচি পালন করতে চায়, সে আশঙ্কা থেকে জাতীয় পার্টির কার্যালয়ে সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওই এলাকায় যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজার/ আরবি

সংবাদটি শেয়ার করুন