ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শহিদ পরিবারের অন্তত একজনের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে :জামায়াত আমির

জামায়াত আমির: শহিদ পরিবারের অন্তত একজনের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে

বিগত ১৮ বছরে বিভিন্ন আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে থেকে কমপক্ষে একজনের সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী আয়োজিত শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ৫ আগস্টের বিপ্লব পর্যন্ত সব শহিদদের অবদানের কথা বিবেচনায় নিয়ে প্রতি শহিদ পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রকে শহিদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।”

তিনি বলেন, “সব শহিদের অবদানের কথা জাতীয় পাঠ্যপুস্তকের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। নতুন প্রজন্মকে জানাতে হবে তাদের অবদান ও বীরত্বগাথা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার জন্য এর কোনো বিকল্প নেই। তাদের পরিবারকেও করতে হবে যথাযথ মূল্যায়ন।”

তিনি আরও বলেন, “আগস্ট বিপ্লবের শহিদরা জাতীয় বীর। দেশ ও জাতির জন্য তাদের এই আত্মত্যাগের কথা কোনো ভাবেই মুছে ফেলা যাবে না। তাই রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য যথাযথ সম্মানের ব্যবস্থা করতে হবে। সব ক্ষেত্রেই তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে তারা আগামী দিনেও দেশ ও জাতির জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে।”

মতবিনিময় সভায় কূটনৈতিক কোরের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান, বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতা এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্যাতনের শিকার হয়ে মৃত্যু বরণকারীদের পরিবারের সহস্রাধিক সদস্য এবং অর্ধ সহস্রাধিক হাত-পা হারানো ব্যক্তি উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/ আরবি

সংবাদটি শেয়ার করুন