ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্টেশনের এলইডি বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, প্রকৌশলী বরখাস্ত

আওয়ামী লীগ সরকার পতনের আড়াই মাস পর কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি এলইডি সাইনবোর্ডে হঠাৎ ভেসে ওঠে “আওয়ামী লীগ জিন্দাবাদ” স্লোগান। সেই ঘটনায় দায়িত্বরত রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোবারক হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) চাকরি থেকে বরখাস্তের বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ।

তিনি বলেন, “স্ক্রিন বোর্ড কন্ট্রোলের দায়িত্বে থাকা প্রকৌশলীকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলাও করা হয়েছে।”

এর আগে গতকাল ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশনের বাইরের গেটের (এক্সিট গেট) ওপরের এলইডি সাইনবোর্ডে “আওয়ামী লীগ জিন্দাবাদ” লেখা স্ক্রিনে প্রদর্শিত হয়।

বিষয়টি নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল একজন সংবাদমাধ্যমকে বলেন, “এটি ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ করেছে। স্টেশনের কর্মকর্তা তথা রেলওয়েকে বিব্রত করার জন্য এটি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে মামলা করার নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। আমরা মামলার প্রক্রিয়ার যাচ্ছি।

আনন্দবাজার/ আরবি

সংবাদটি শেয়ার করুন