ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল হয়ে উঠেছে ঘূর্ণিঝড় দানা

বঙ্গোপসারের ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় সৃষ্ট ঘূর্নিঝড় “দানা” প্রবল হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

জানা গেছে, ঝড়টি বর্তমানে পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা হয়ে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে পড়তে পারে বাংলাদেশের খুলনা ও বরিশাল অঞ্চলে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সূত্র জানিয়েছে, ঝড় মোকাবিলায় বাংলাদেশের উপকূলীয় জেলা প্রশাসকেরা প্রস্তুতি নিয়েছেন।

ঝড়টি ভারতের ওড়িশার দিকে এগিয়ে যাচ্ছে। আজ রাতে সেদেশের উপকূলে আঘাত হানতে পারে। আনন্দবাজারের খবর, সকাল থেকে কলকাতায় হালকা বৃষ্টি হচ্ছে। আজ দিনভর পশ্চিমবঙ্গের মানুষকে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলা করতে হবে বলে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন