ঢাকা | মঙ্গলবার
২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার।’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র জয়পুরহাট জেলা অফিসের উদ্যোগে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে নিরাপদ সড়ক  এবং করণীয় বিষয়ের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, জেলা সড় ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার জুবায়ের আল ফয়সাল, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক কাফিউল ইসলাম মৃধা, জেলা ট্রাফিক সার্জেন্ট জামিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর সভাপতি মোঃ নূরে আলম, সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।

বক্তারা সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

সংবাদটি শেয়ার করুন