দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে আবারো জাতীয় দলের ডেরায় ফিরেছেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ।
শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ দলের অনুশীলনে মুশতাককে দেখা যায়।
যদিও পাকিস্তান সফর পর্যন্ত বাংলাদেশের স্পিন কোচ হিসেবে কাজ করেছিলেন মুশতাক আহমেদ। তবে অন্য চুক্তি থাকায় তাকে স্থায়ীভাবে পাওয়া নিয়ে দেখা দেয় সংশয়। নতুন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে লম্বা সময় কথা বলেন তিনি। তাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমে জানান, চুক্তি হয়েছে কিনা এখনই এটা বলতে পারছি না। তবে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো সিরিজে দলের সঙ্গে থাকবেন।
মুশতাকের সঙ্গে আমাদের কথা ছিলো তাঁর অন্য কোথাও কোচিংয়ের কমিটমেন্ট না থাকলে বিভিন্ন সময়ে আসবে। সেই হিসেবেই এই সিরিজটা আপাতত থাকছে, এ কথা গণমাধ্যমে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস।
উল্লেখ্য, মুশতাককে স্পিন কোচ হিসেবে গত এপ্রিল মাসে নিয়োগ দেয় বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপসহ পাকিস্তান সফর পর্যন্ত কাজ করেছেন তিনি। চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ভারত সফরে দেখা যায়নি তাকে। বিসিবির সঙ্গে তখনই কথা ছিলো অন্য কমিটমেন্টের ফাঁকে সময় পেলে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি।