ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম

খুচরা বাজারে সরকার নির্ধারিত দরে ডিম মিলছে না। প্রতি ডজনে বাড়তি গুণতে হচ্ছে অন্তত ২০ থেকে ২৫ টাকা। ফলে, বিক্রি বন্ধ রেখেছেন অনেক দোকানি।

ব্যবসায়ীদের অভিযোগ, সরবরাহ অপ্রতুল থাকায় চড়া পাইকারি দামে কিনতে হচ্ছে ডিম।

জানা যায়, বেশ কিছুদিন ধরে ডিমের বাজারে চলা অস্থিরতার লাগাম টানতে, মঙ্গলবার (১৫ অক্টোবর) দর বেধে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে অনুযায়ী, বুধবার (১৬ অক্টোবর) থেকে তা খুচরা বাজারে মেলার কথা প্রতি ডজন ১৪২ টাকায়। কিন্তু, সে নির্দেশনা মানছেন না বিক্রেতারা। বরং, পাইকারিতেই কিনতে হচ্ছে ১৪৭ টাকায়।

ডিম ব্যবসায়ীদের অভিযোগ, প্রান্তিক খামারিরা এই রেটে ডিম দেয় না। কালকেও ডিম বিক্রি হয়েছে ১২৭০-১২৮০ টাকায়। এই রেটে ডিম আনলে সঙ্গে খরচ যোগ হয় ৩০ টাকা। তাহলে কিভাবে ১১ টাকায় ডিম বিক্রি করবে। পাইকারি বাজারের বাড়তি দরের প্রভাব সরাসরি পড়ছে খুচরা বাজারেও। ফলে, ক্রেতাদেরকে গুণতে হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা পর্যন্ত। আর নির্ধারিত দামে কিনতে না পেরে, বিক্রি বন্ধ রেখেছেন অনেক দোকানি।

উল্লেখ্য, প্রতিটি ডিম ১১ টাকায় কিনে ১৫ টাকায় বিক্রি, ট্রেড লাইসেন্স ও ক্রয় রশিদ না থাকায় রাজধানীর মিরপুরের এক দোকানিকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। এসময় কালকের মধ্যেই নির্ধারিত দামে ডিম বিক্রি নিশ্চিতের আশ্বাস দেয় সংস্থাটি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, উনি স্বীকারোক্তি দিয়েছেন ১১ টাকা করে তিনি ক্রয় করেছেন। কিন্তু উনি বিক্রি করছেন ১৫ টাকা করে। তিনি প্রতি ডিমে লাভ করছেন ৪ টাকা করে। এটা অস্বাভাবিক ও অযৌক্তিক। এটা সরকারের যৌক্তিক মূল্যের স্পষ্ট ভায়োলেশন। আমি ডিম ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাবো আপনারা আইন মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করুন। এসময় সেই দোকানির সব ডিম সরকারি দামে বিক্রি করে দেয় ভোক্তা অধিদপ্তর। যা কিনতে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন