‘হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’।-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে নানা কর্মসূচিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, মোঃ সাখাওয়াত হোসেন বিপু, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক সাদেকুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
আলোচনা সভায় দেশের সামগ্রিক উন্নয়নে দৃষ্টি প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীদের সমাজের মূল ধারার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিসহ বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা ।