ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পূজায় ৪৩টি অপ্রীতিকর ঘটনা, গ্রেফতার ২৬: আইজিপি

এবারের দুর্গাপূজায় এখন পর্যন্ত ৪৩টি অপ্রীতিকর ঘটনায় ১৪টি মামলা ও ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গত ১ অক্টোবর পূজার মূল আনুষ্ঠানিকতা থেকে সারাদেশে এ পর্যন্ত ৪৩টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে উল্লেখ করে আইজিপি ময়নুল বলেন, ৪৩ সংখ্যাটি ছোট, তবে এগুলো না হলে আরও খুশি হতাম। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৪৩টি ঘটনায় ১৪টি মামলা এবং ২৯টি জিডি হয়েছে। এসব ঘটনায় হাতেনাতে ১৮ জনসহ মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আইজিপি ময়নুল বলেন, পূজা সংক্রান্ত যে কোনো ধরনের সংবাদ দ্রুত পাচ্ছি। জাতীয় জরুরি সেবা- ৯৯৯, ২৪ ঘণ্টা কাজ করছে। মনিটরিং ব্যবস্থা সব সময় কার্যকরী রয়েছে।

এ ছাড়া, গণমাধ্যমে আসা পূজা সংক্রান্ত যে কোনো ঘটনা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। পূজামণ্ডপে ইতোমধ্যে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। তবে যত ছোট হোক না কেন প্রতিটি ঘটনার ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন