ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টেক্সটাইল মিলের বকেয়া গ্যাস বিল ৫ হাজার ৫১ কোটি টাকা

বর্তমানে বাংলাদেশে রয়েছে গ্যাস সঙ্কট। অতিরিক্ত গ্যাস সংকট ও চাহিদার কারনে দেশে সরকার প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে। এর এই কারনে গ্যাসের দাম বেড়েছে। জানা গেছে চলতি বছর আরেকবার মূল্য বাড়ার সম্ভাবনা  রয়েছে।

এর মধ্যে দেশের টেক্সটাইল কোম্পানিগুলো মূল্যবান গ্যাস ব্যবহার করেও দীর্ঘদিন ধরে মূল্য পরিশোধ করছে না। ৫ হাজার ৫১ কোটি টাকার গ্যাস বিল বকেয়া রয়েছে দেশের ৯৭৩টি টেক্সটাইল কোম্পানির । বারবার তাগিদ দিয়েও এগুলো থেকে বকেয়া বিল আদায় করতে পারছে না গ্যাস বিতরণে নিয়োজিত কোম্পানিগুলো। এমনকি তাদেরকে কয়েকবার চিঠিও পাঠানো হয়েছে।

আরও পরুনঃ জ্বালানি তেল উত্তোলনে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র

এই ব্যাপারে জ্বালানি বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন, বিতরণ কোম্পানিগুলোকে দ্রুততর সময়ের মধ্যে বকেয়া আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।  এ অবস্থায় বিল আদায়ে কঠোর হওয়া ছাড়া উপায় নেই। হালনাগাদ বকেয়া তালিকা ধরে এখন অর্থ আদায়ে জোর দেওয়া হবে।

আনন্দবাজার/এইচ.এস.কে

সংবাদটি শেয়ার করুন