সরকারের সকল মন্ত্রণালয়, অধিদফতর, পরিদফতর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার ও সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেডে বাস্তবায়ন করার দাবিতে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডাকা দুদিনের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি মঙ্গলবার শেষ হয়েছে ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল সোমবার (০৭ অক্টোবর) থেকে দুদিনের এ পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছিল, যা মঙ্গলবার দ্বিতীয় দিনে শেষ হয়।
জেলা বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব সার্ভেয়ার মিজানুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে এ সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সার্ভেয়ার রুহুল আমিন ইকবাল, সার্ভেয়ার মনিরুজ্জামান, সার্ভেয়ার শাকিল হক ,সার্ভেয়ার জিয়াউর রহমান, সার্ভেয়ার আনোয়ারা পারভিন, সার্ভেয়ার তামান্না ইয়াসমিন, সার্ভেয়ার সুরাইয়া ইসলাম, সার্ভেয়ার নোশিন তাসনিম শেখা প্রমুখ উপস্থিত ছিলেন।