শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জিতলেই পরের রাউন্ড হারলেই বাদ

জিতলেই পরের রাউন্ড হারলেই বাদ, এমন এক সমীকরণকে সামনে রেখে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের শেষ ম্যাচে তাই জেতার কোন বিকল্প নেই বাংলাদেশের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছে জামাল ভুঁইয়ার খেলা। প্রথম ম্যাচে ঊরুর চোটের কারণে ইন্জুরিতে পড়েছেন তিনি। ম্যাচ থেকে তার ছিটকে যাওয়ার সম্ভাবনা বেশি হলেও ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করবে দল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ৬টি দল নিয়ে আয়োজন করা হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ। এশিয়ার তিনটি ও আফ্রিকার তিনটি দল নিয়ে আয়োজন করা হয়েছে এবারের টুর্নামেন্ট।

গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে হারার কারণেই দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। এদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিলিস্তিন। আজকের ম্যাচের জয়ী দল গ্রুপ রানার্স-আপ হিসেবে নিশ্চিত করবে পরের রাউন্ড।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  ইতিহাস গড়ে লিভারপুলের জয়

সংবাদটি শেয়ার করুন