ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি তেল উত্তোলনে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র

দিন দিন উত্তোলন বাড়াতে বাড়াতে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উত্তোলনকারী দেশে রুপান্তর হয়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে জ্বালানি পণ্যটির উত্তোলনে আবারও নতুন রেকর্ড করেছে দেশটি।বর্তমান সময়ে দৈনিক গড়ে ১ কোটি ৩০ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে যুক্তরাষ্ট্র। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

এমনকি চলতি ও আগামী বছরেও দেশটি জ্বালানি তেল উত্তোলনের রেকর্ডের ধারা অব্যাহত রাখবে বলে জানিয়েছে ইআইএ।

চলতি বছর দেশটির কূপগুলো থেকে দৈনিক গড়ে ১ কোটি ৩৩ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলনের পূর্বাভাস করেছে প্রতিষ্ঠানটি, যা আগের প্রাক্কলনের তুলনায় দশমিক ৯ শতাংশ বেশি। পরের বছর তা আরো বেড়ে ১ কোটি ৭৩ লাখ ১০ হাজার টনে উন্নীত হতে পারে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন